যারা উসকানি দিয়েছিল, এদেশের হিন্দুরা তাদের উপযুক্ত জবাব দিয়েছে: শফিকুর রহমান

সিলেট ব্যুরো
১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:০১
শেয়ার :
যারা উসকানি দিয়েছিল, এদেশের হিন্দুরা তাদের উপযুক্ত জবাব দিয়েছে: শফিকুর রহমান

বাংলাদেশকে অস্থিতিশীল করতে যার উসকানি দিয়েছিল, এদেশের হিন্দুরা তাদের উপযুক্ত জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার সিলেটে দলের জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা উসকানি দিয়েছিল তাদের উপযুক্ত জবাব এবার দিয়েছে এদেশের হিন্দুরা। যা সব কিছুকে ভুল প্রমাণ করে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ করেছে।’

দেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে দাবি করে জামায়াতের আমির বলেন, ‘তাদেরকে জনগণ চায় কি না সেটা শহিদ ও আহতদের এবং তাদের পরিবারকে জিজ্ঞেস করলেই বুঝা যাবে। তবে পতিত ফ্যাসিবাদী শক্তি কখনো আনসার লীগ, কখনো রিকশালীগ, কখনো চাকরিলীগ, আবার কখনো ইসকনলীগ রূপে ফিরে এসে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। তারা শেষমেষ ধর্মীয় দাঙ্গার ষড়যন্ত্র করেছিল। কিন্তু দেশপ্রেমিক জনগণ ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষ আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করেছে। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ভিন্নধর্মের নেতারা যে ধরনের ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সে জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতিবেশী দেশ সংখ্যালঘু কার্ড খেলতে চায়। আমরা বার বার বলেছি, এ দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরুর নামে আর কোনো বিভক্তি দেখতে চাই না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি নেতাকর্মীদের জামায়াতের প্রতি পাষাণ হওয়ার জন্য বারবার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে তারা দায়িত্বজ্ঞানহীন নন। দেশকে যারা সম্মান করে না তারা কার কাছে ভোট চাইবে? যারা মানুষ খুন করেছে তারা জাতির কাছে জানুক তারা তাদের রাজনীতি চায় কি না।’

তিনি আরও বলেন, ‘পিলখানায় ৫৭ জন সামরিক কর্মকর্তাকে হত্যা, দেশের আলেম ও জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করেছে আওয়ামী লীগ। পতিত ফ্যাসিবাদী সরকার আমাদের শীর্ষ ১১ নেতাদের কাউকে ফাঁসি দিয়েছে ও কাউকে হত্যা করেছে। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধেও ফাঁসির রায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার পেয়ে তিনি মুক্ত হবেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে নারী পুরুষের সমান অধিকার থাকবে। ধর্মের কারণে কারও নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে না।’

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় দেড় যুগ পর কর্মী এই সম্মেলন আয়োজন করে সিলেট জেলা জামায়াতে ইসলামী। আজ সকাল ৯টা থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে যোগ দেন হাজারও নেতাকর্মী। জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

এতে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমির শাহেদ আলী, সিলেট জেলা নায়েবে আমির আব্দুল হান্নান ও হাফেজ আনওয়ার হোসাইন খান, হবিগঞ্জ জেলা জামায়াত নেতা মহসিন আহমদ, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শরীফ মাহমুদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবির সভাপতি মারুফ আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলামসহ আরও অনেকে।