সাকিবদের দলের ভারতীয় মালিক গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৫০
শেয়ার :
সাকিবদের দলের ভারতীয় মালিক গ্রেপ্তার

জাতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ব্যস্ত, তখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। বর্তমানে খেলছেন শ্রীলংকার টি-টেন লিগের দল গলে মার্ভেলসে। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভারতীয় নাগরিক প্রেম ঠাকুর। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার ক্রীড়া পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। 

গলে মার্ভেলস লংকা টি-টেন লিগে ৬ দলের একটি। গতকাল বৃহস্পতিবার প্রেম ঠাকুরকে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম থেকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য গ্রেপ্তার করা হয়। এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘লঙ্কা টি-১০ সুপার লিগে ‘গ্যালে মার্ভেলস’ দলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে। 

মূলত, গলে মার্ভেলসে খেলা ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় প্রেম ঠাকুরকে। বিদেশি ওই খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রেম। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ওই ক্রিকেটার। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ। 

৬০ বলের লংকা টি-টেন সুপার লিগের এটিই প্রথম মৌসুম। আর এরই মধ্যে এমন কাণ্ড প্রকাশ পাওয়ায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। 

প্রসঙ্গত, গলে মার্ভেলসের হয়ে প্রথম ম্যাচে দারুণ খেলেছেন সাকিব। ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় তার দল। ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১টি চারের পাশাপাশি বাঁহাতি এই ব্যাটার ছক্কা হাঁকান ২টি। যদিও ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।