জাতিসংঘের ঢাকাস্থ বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
জাতিসংঘের ঢাকাস্থ বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জাতিসংঘের যে সংস্থাগুলোর সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে সেগুলো হলো ইউএনএইচসিআর, আইওএম, ইউএন উইমেন, ইউএনএফপিএ, ইউনেসকো, ইউনিসেফ, এফএও, ইউএনআইডিও, ইউএনওডিসি, আইএফএডি, ইউএনওপিএস, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউএনডিপি ও আইএলও।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?