মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬
শেয়ার :
মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা স্বৈরাচারী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক দেশগুলোকে একত্রিত করতে বুধবার জর্ডান ও তুরস্ক সফরে যাচ্ছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্লিঙ্কেন জর্ডানের আকাবা এবং তুরস্কের আঙ্কারা সফর করবেন। সেসময় তিনি সিরিয়া, ইসরায়েল, গাজা, লেবানন ও পুরো অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করতে নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

ব্লিঙ্কেনের একজন মুখপাত্র বলেন, ব্লিঙ্কেনের লক্ষ্য সিরিয়ার আসাদ ক্ষমতা হস্তান্তরের মূলনীতিগুলো নিয়ে আঞ্চলিক নেতাদের সাথে ঐকমত্য নিশ্চিত করা। তিনি বলেন, এর মধ্যে রয়েছে সংখ্যালঘুদের অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা, মানবিক সহায়তা সহজীকরণ, সিরিয়াকে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য বা প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে ওঠাকে প্রতিরোধ করা এবং রাসায়নিক বা জৈবিক অস্ত্রের মজুদ নিরাপদে ধ্বংস করা।

ব্লিঙ্কেন জানিয়েছেন, সিরিয়ার যুক্তরাষ্ট্র এমন একটি সরকারকে স্বীকৃতি দেবে যারা এসব নীতি মেনে চলে।

আঙ্কারায় ব্লিঙ্কেন ন্যাটো মিত্র তুরস্কের সাথে সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ অভিন্ন অগ্রাধিকারের বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। মঙ্গলবার ব্লিংকেন জর্ডান, সংযুক্ত আরব আমির, কাতার ও মিশরের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি সিরিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।