ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জেতালেন সাকিব
জাতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ব্যস্ত, তখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। বর্তমানে খেলছেন শ্রীলংকার টি-টেন লিগের দল গলে মার্ভেলসে। গতকাল টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সাকিব। তাতে দলও পেয়েছে ৭ উইকেটের দারুণ জয়।
৬০ বলের টুর্নামেন্টে সাকিবের গলে মুখোমুখি হয়েছিল ক্যান্ডি বোল্টসের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রান করে তারা। দলের হয়ে একাই ২৫ বলে ৬৬ রান করেন দিনেশ চান্দিমাল। এর মধ্যে ৭টি চার ৫টি ছক্কা হাঁকিয়ে বাউন্ডারি থেকেই আদায় করেন ৫৮ রান। বাকিদের কেউই ব্যাট হাতে রান পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে অধিনায়ক থিসারা পেরেরার ব্যাটে।
এদিন মাত্র ১ ওভার বল করেন সাকিব। যদিও কোনো উইকেট পাননি, তবে মাত্র ৭ রান দিয়েছেন। ২ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দারুণ সফল গলের পেসার বিনুরা ফার্নান্দো। এছাড়া অধিনায়ক মহেশ থিকসানা ও জেফরি ভ্যান্ডারসে একটি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
১০০ রান অতিক্রম করতে সাকিবদের খেলতে হয়েছে মাত্র ৪৬ বল। শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার সানদুন উইরাক্কোডি ও অ্যালেক্স হেলস। উইরাক্কোডি ৬ বলে ১৩ ও হেলস ৯ বলে ২৩ রান করে আউট হন। তিনে নেমে ২১ বলে ৪১ রানে অপরাজিত থাকেন আন্দ্রে ফ্লেচার। চারে নামা ভানুকা রাজাপাকসে ২ বলে ১ রান করে রানআউটে কাটা পড়েন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। ৩৯ রানে ৩ উইকেট হারানোর পর আর কোনো উইকেট হারায়নি গলে। অপরাজিত ৬৩ রানের জুটি গড়েন সাকিব ও ফ্লেচার। ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১টি চারের পাশাপাশি বাঁহাতি এই ব্যাটার ছক্কা হাঁকান ২টি।
জাতীয় দলের হয়ে সবশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলেছেন সাকিব। এরপর আর নানা জটিলতায় জাতীয় দলে ফেরা হয়নি। শ্রীলংকার লিগে খেলার আগে আবুধাবি টি-টেন লিগে খেলেছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও সেখানে সুবিধা করতে পারেনি তার দল বাংলা টাইগার্স।