নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি বাড়ি থেকে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে টঙ্গীর দত্তপাড়ার জহির মার্কেটের এলাকার মুক্তিযোদ্ধা শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া রিতু খানম (২৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
জানা গেছে, নিহত রিতু খানম শেরপুর জেলার নালিতাবাড়ীর থানার নগরপারা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিতু খানম এবং তার স্বামী শরিফ স্থানীয় মুক্তিযোদ্ধা শাহ আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গ্যাস সিলিন্ডার ক্রয় ও তার চাবি ভেঙ্গে যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাতে তারা একসঙ্গে ঘুমাতে যান।
গতকাল বুধবার সকালে প্রতিবেশীরা রিতুকে তার কর্মস্থলে যাওয়ার জন্য ডাকাডাকি করার পর কোনো সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলেন। দরজা খুলে বিছানার ওপর রিতুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় রিতুর গলায় ওড়না পেঁচানো ছিল। তার স্বামী শরিফকে ঘরে দেখতে না পেয়ে প্রতিবেশীরা টঙ্গি পূর্ব থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, পারিবারিক কলহের জেরে তার স্বামী শরিফ রিতু খানমকে হত্যা করে পালিয়ে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমেদ আমাদের সময়কে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’