শীতের ঘন কুয়াশা ও মৃদু বাতাসে জনজীবনে দুর্ভোগ
পঞ্চগড়ে শীত জেঁকে বসতে শুরু করেছে। গত তিনদিন ধরে এখানে ঘন কুয়াশা আর মৃদু বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে আসতে শুরু করেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় পুরো পঞ্চগড় আচ্ছন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমেছে। অসহায়ের ছিন্নমূল দরিদ্র মানুষের কাজকর্ম কমে গেছে। অসচ্ছল দিনমজুর, ছিন্নমূল থেকে শুরু করে কৃষি, চা ও পাথর শ্রমিকসহ জেলার লাখ লাখ শ্রমিক দুর্ভোগের শিকার হচ্ছে।
এদিকে শীতজনিত রোগের সংখ্যাও বেড়ে গেছে। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।
তীব্র শীতে কাবু এই জনপদের মানুষের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। আর গ্রামীণ জনপদের অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত দু-তিন দিন ধরে এখানে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শীত জেঁকে বসেছে। শৈত্য প্রবাহ শুরু হলে এখানে তাপমাত্রা আরও নিচে নেমে যাবে। বৃহস্পতিবার সকাল ছয়টায় পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া প্রতিবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯ টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানিয়েছেন।