অবৈধভাবে ভারত যাওয়ার পথে আটক ৫

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫
শেয়ার :
অবৈধভাবে ভারত যাওয়ার পথে আটক ৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০/৩-এস এর কাছ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদেরকে আটক করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বনোমালী বর্মনের ছেলে মনিরাম বর্মন (৪৫), মনিরাম বর্মনের স্ত্রী শ্রীমতি হিরা রানী বর্মন, ছেলে রিপন বর্মন ও মেয়ে পাপরী রানী বর্মন। অপরজন নিমাই চন্দ্র বর্মন একই জেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে। তারা হিন্দু সম্প্রদায়ের নাগরিক। এদের মধ্যে পাপরী রানী বর্মন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে সন্ধ্যা পৌনে ৬টার সময় তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।

রাতে চারজনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে বিজিবি ও পুলিশ। 

বিজিবি জানায়, বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০/৩-এসের ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের মদনবাড়ী ক্যাম্পের টহল দল তাদের দেখতে পেয়ে বাধা প্রদান করে। পরে তারা বিষয়টি শুকানী বিওপিকে অবগত করেন। বিএসএফের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজনকে আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের দালাল চক্রকে নগদ ১ লাখ টাকা দিয়ে তাদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় এসেছে। আটকের সময় তাদের কাছ থেকে পাওয়া ব্যক্তিগত চারটি মোবাইল ফোন, দুটি হাত ঘড়ি, ভারতীয় রুপি ৪০৫, বাংলাদেশি নগদ ১৪ হাজার ৭০৭ টাকা, স্বর্ণালঙ্কার ১ ভরি এবং রুপার অলংকার ৭ ভরিসহ চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘সীমান্ত দিয়ে দালালের মাধ্যেমে এক লাখ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তােকে আটক করেছে। এ ঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে জানিয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত। আর বিজিবি কর্তৃক দালাল চক্রকে আটকের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।