ভারতীয় গণমাধ্যমে চঞ্চলকে গৃহবন্দির খবর, যা বললেন অভিনেতা
ভারতের বিভিন্ন গণমাধ্যমে সন্ধ্যা থেকেই খবর প্রকাশ হয়েছে, গৃহবন্দি করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮’সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইনের বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, ঢাকা থেকে যাচ্ছিলেন নিউইয়র্ক। এমন সময় বিমান থেকে নামিয়ে আটক করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আপাতত তিনি গৃহবন্দি অবস্থায় আছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তদের মতে, ঘটনাটি আজকের নয়; প্রায় সতেরো দিন আগে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। কথা ছিল তিনি ঢাকা থেকে দুবাই হয়ে নিউইয়র্ক যাবেন। পরিকল্পনামাফিক তিনি বিমানে উঠেও পড়েন। তবে সেই বিমান ছাড়ার আগেই কিছু বিএনপি নেতা এবং বাংলাদেশি সেনা সেই বিমানে উঠে অভিনেতার কাছে জানতে চান এ- তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন? জবাবে যদিও চঞ্চল জানান যে, তিনি কাজের জন্যই নিউইয়র্ক যাচ্ছেন। কিন্তু সেই কথা তারা বিশ্বাস করেছেন কিনা সেটা স্পষ্ট না হলেও, বিমান থেকে নামানো হয় চঞ্চল চৌধুরীকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। চঞ্চল চৌধুরী বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’