বিস্ফোরণে নিহত আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী
বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল রহমান হাক্কানি। আজ বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এ বিস্ফোরণ ঘটে। এতে আরও ছয়জন নিহত হয়েছেন।
নিহতের ভাতিজা আনাস হাক্কানি এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা একজন সাহসী মুজাহিদকে হারিয়েছি। আমরা তাকে ও তার ত্যাগকে কখনো ভুলতে পারব না।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি শক্তি তাদের সৈন্য প্রত্যাহার করে নিলে দেশটিতে তালিবানের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তাতে মন্ত্রী হন খলিল হাক্কানি। তিনি হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতা ছিলেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে, ২০২২ সালে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ঘটা এক বিস্ফোরণে চারজন নিহত হন। হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানির নেতৃত্বে হামলাটি হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপর ২০২৩ সালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে একটি হামলায় পাঁচজন নিহত হন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস