‘যতই ষড়যন্ত্র হোক, এদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না’
ছাত্র-জনতা রক্ত দিয়ে গত ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, ‘যতই ষড়যন্ত্র হোক, এদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম হবে না।’
আজ বুধবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চৌরাস্তা মোড়ে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা জানান।
ভারতের দাসত্ব করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি উল্লেখ করে নিপুণ বলেন, ‘বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। কোনো ষড়যন্ত্রে এই সম্প্রীতির বন্ধন নষ্ট করা যাবে না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় পাড়া-মহল্লায় দেশীয় পণ্য কিনতে উৎসাহ দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দেশি পণ্য কিনলে অর্থনৈতিক উন্নতি হবে, পণ্যের মান উন্নত হবে, দেশের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা লাভবান হবে।’
দেশে চিকিৎসা সেবার মান বাড়ানোর কথা জানিয়ে নিপুণ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে আত্মমর্যাদার। যতই ষড়যন্ত্র হোক, এদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম হবে না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা কারও প্রতি নির্ভরশীল হবো না-এই জাতীয়তাবাদী চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাব।’
এতে আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা ডা. জাহাঙ্গীর হোসেন, মোজাজ্জেদ আলী বাবু প্রমুখ। সমাবেশের পর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ন্যুনতম দাম দিয়ে দেশীয় শাড়ি ও লুঙ্গি বিক্রি করা হয়।