গভীর রাতে আগুনে ভস্মীভূত ৮ দোকান
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে ৮ টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টা ৫০ মিনিটে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন ৮টি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের ফতুল্লা ষ্টেশনের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানগুলোর প্রায় সবগুলোর মালামাল পুড়ে গেছে।
উল্লেখ্য, ভস্মীভূত ৮টি দোকানগুলোর মধ্যে কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও হোটেল রয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী সাকিব হক জানান, রাত ১ টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। আমরা স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখানে কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও হোটেলসহ ৮টি দোকান পুড়ে প্রায় শেষ।
এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ফতুল্লা ষ্টেশনের ৩টি ইউনিট ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৮ টি দোকানে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে, আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।