বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় তাঁতী লীগের সহ-সভাপতি কারাগারে
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তাঁতী লীগের সহ-সভাপতি নাদিম হায়দার (৩৫) কে গ্রেপ্তারের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে আমলী আদালত-১ এর বিচারক জুলফিকার হোসেন রনি জামিনের আবেদন নামমন্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগের দিন সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিরাজদীখানের রশুনিয়া ইউনিয়নের তাঁজপুর নিজ বাড়ি থেকে নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাদিম হায়দার সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাঁজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম হায়দারের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ মঞ্জিল গত ১ নভেম্বর সদর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশের তদন্তে তার নাম উঠে এসেছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামীলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এ ঘটনায় গত ১ নভেম্বর গুলিবিদ্ধ মঞ্জিল বাদী হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এ মামলায় ১৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের নাম সংযুক্ত করা হয়েছে।
এদিকে সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে জানান, সিরাজদীখান থানা পুলিশের সহযোগিতায় নাদিম হায়দারকে গ্রেপ্তার করা হয়।