আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

বৈষম্যবিরোধীদের আলোচনা সভা

জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শিরোনামে আলোচনা সভার আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ। বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামের এ আলোচনায় সভায় কলেজ অধ্যক্ষসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা কথা বলবেন।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতিবাদ মিছিল

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা। সকাল ১১টায় রাজারবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হবে।

বিএনপির লংমার্চ

সকাল ৮টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আগরতলা অভিমুখে শুরু হবে লংমার্চ। সাইনবোর্ড, চিটাগাংরোড, নরসিংদী, ভৈরব হয়ে এটি যাবে আগরতলার দিকে।

রিজভীর কর্মসূচি

সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের চৌরাস্তা মোড়ে (পরিচর্যার সামনে) একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গণঅধিকার পরিষদের কর্মসূচি

ভারতের আগ্রাসন থেকে ফেনী ও চট্টগ্রাম রক্ষা ও ভারতের ইকোনোমিক জোন বাতিলের দাবিতে বিকেল সাড়ে ৩টায় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করেছে গণঅধিকার পরিষদ।