তেজগাঁওয়ে সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের
বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তারের প্রতিবাদে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনের সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
পরিবহন শ্রমিকদের অবরোধের তেজগাঁও-টঙ্গী ডাইভারশন রোডসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে গাড়ি ঢুকলেও তা আটকে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এক পরিবহন শ্রমিক বলেন, ‘ট্রাফিক সার্জেন্টরা বিভিন্ন সময় আমাদের মামলা দিয়ে হয়রানি করেন। এর প্রতিবাদ করেছিলেন মনির।গত ৫ আগস্টের আগে তার নামে একটি মিথ্যা মামলা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নেতাকে ছেড়ে দিলেই আমরা রাস্তা ছেড়ে দেব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?