ক্ষমা চাইলেন দেব

বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৮:২১
শেয়ার :
ক্ষমা চাইলেন দেব

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব। বড়দিনের আগে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘খাদান’। বর্তমানে ওপার বাংলার এই অভিনেতা ব্যস্ত আছেন প্রচার-প্রচারণায়। ঘুরছেন দেশটির বিভিন্ন রাজ্যে। এর মধ্যে গেল ৮ ডিসেম্বর তিনি যান মধ্যমগ্রামে। নায়ক যে সেখানে যাবেন, সেই খবর জানা ছিল ভক্তদের। আর দেবকে দেখার আশায় সেখানে জড়ো হতে থাকেন ভক্তরা।

এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানের সুরে লিখেছেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে, আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কী দরকার, যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত-পা কেটে নিয়ে ফিরে এসেছি।’

ভক্তের এই অভিমান অবশ্য বুঝতে পেরেছেন টালিউডের এই তারকা। নিজরে এক্স হ্যান্ডেলের পোস্টটি শেয়ার করে দেব লিখেছেন, ‘এর জন্য খুবই দুঃখিত মোহনা। পরের বার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।’ আর নায়কের এই পোস্টেই মুগ্ধ নেটিজেনরা।

উল্লেখ্য, দেব অভিনীত ‘খাদান’ সিনেমাটি নির্মাণ করেছেন সুজিত দত্ত। এতে দেব ছাড়াও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্যসহ অনেকে।