আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
অর্থ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় আগারগাঁওয়ে জাতীয় রাজত্ব বোর্ড ভবনে ভ্যাট দিবসের আলোচনা সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
পানিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সকাল সাড়ে ৯টায় পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে উপস্থিত থাকবেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সেমিনার কক্ষে পার্বত্য তিন জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও ৪৫ জন সদস্যের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিএনপির কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ফান টাউন পার্ক মিলনায়তনে ৩১-দফা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদ জিন্টু দেশে ফেরায় তাকে নিয়ে বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বেলা ১১য়টা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সংবাদ সম্মেলন।
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কর্মসূচি
বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।