আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে: বাইডেন
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রবিবার তিনি বলছেন, বাশার আল-আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। একইসঙ্গে এই রাজনৈতিক অস্থিরতাকে দেশ পুনর্গঠনের জন্য সিরিয়ানদের একটি ‘ঐতিহাসিক সুযোগ’ বলে বর্ণনা করেন বাইডেন।
গতকাল রবিবার ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যান বাশার আল-আসাদ। তবে দামেস্ক ছাড়লেও তিনি কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটল। রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন ক্ষমতাচ্যুত এই নেতা।
সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেন যে, আসাদ মস্কোতে আশ্রয় নিয়েছেন বলে খবর হয়েছে, তার কী হওয়া উচিত। জবাবে তিনি বলেন, আসাদকে জবাবদিহিতার আওাতায় আনা উচিত। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের প্রক্রিয়ার মধ্যে থাকা সহ সকল সিরিয় গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখবো, আসাদ সরকার থেকে দূরে নতুন সংবিধান সহ একটি স্বাধীন এবং সার্বভৌম সিরিয়া গড়ার লক্ষ্যে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বাইডেন বলেন, সিরিয়ার কোন সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব যেন না হয়, সে ব্যাপারে ওয়াশিংটন সজাগ থাকবে। তিনি বলেন, সরকারের পতন একটি মৌলিক ন্যায় বিচারের কাজ ছিল। সিরীয় জনগণ, যারা অনেক দুর্ভোগ সহ্য করেছে, তাদের জন্য এটা একটি ঐতিহাসিক সুযোগ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস