আওয়ামী লীগ নেতা লিপন ঢাকায় গ্রেপ্তার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক লাইছুর রহমান জানান, ঢাকায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে তাকে আনার জন্য পলাশবাড়ী থানা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, তাকে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তাকে আদালতে পাঠানো হবে।