ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৮
শেয়ার :
ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ব্যাট হাতে ভালো করেছে বাংলাদেশ। তানজিদ তামিম ও মেহেদী হাসান মিরাজের ফিফটির পর জাকের আলি অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদের চোখ জুড়ানো ব্যাটিংয়ে স্বাগতিকদের ২৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ফিফটি করেছেন মাহমুদউল্লাহও।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৪ রান তুলেছে টিম টাইগার্স।

আগে ব্যাটে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলেন দুজনে। সৌম্য ফিরে যান ১৮ বলে ১৯ রান করে। আলো ছড়াতে পারেননি লিটন দাস। দলীয় ৪৬ রানে ফিরে যান ৭ বলে ২ রান করে।

পরে মিরাজকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন তানজিদ। ২৩.৩ ওভারে আলঝারি জোসেফের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশ ওপেনার। চারটি চার ও তিন ছক্কায় ৬০ বলে ৬০ রান করেন। ১২৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর আফিফকে নিয়ে ৫৪ রান তোলেন মিরাজ।

৩৩.৫ ওভারে ১৭৯ রানে ফিরে যান আফিফ। প্রায় একবছর পর দলে ফেরা আফিফ ২৯ বলে ২৮ রান করেন। দলীয় ১৯৮ রানে ফিরে যান মিরাজ। ছয়টি চার ও এক ছক্কায় ১০১ বলে ৭৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক বাংলাদেশের রানের গতি বাড়িয়ে নেন। দুজনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে সংগ্রহ দাঁড়ায় ২৯৪ রানের। ইনিংসের এক বল বাকি থাকতে জাকের ফিরে যান বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে। তিনটি করে চার ও ছক্কায় ৪০ বলে ৪৮ রান করেন। মাহমুদউল্লাহ তিনটি করে চার ও ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবীয়দের হয়ে রোমারিও শেফার্ড তিনটি এবং ও আলঝারি জোসেফ দুটি উইকেট নেন।