ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৪
শেয়ার :
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রবিবার হাইকমিশনারের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াতের আমির ছাড়াও দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জামায়াত।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন জামায়াত নেতারা।