আসাদ এখন কোথায়?
সশস্ত্র বিদ্রোহীদের দাপটে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সঙ্গে পতন হয়েছে দেশটির অর্ধশতাব্দীর স্বৈরশাসন। শুধু বাশার আল আসাদই ক্ষমতায় ছিলেন প্রায় ২৫ বছর। এখন তিনি কোথায় অবস্থান করছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আসাদ কোথায় আছেন তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে, তিনি উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা এখনো জানা যায়নি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বাশার আল আসাদ এখন দেশের বাইরে থাকার সম্ভাবনা বেশি। তবে কোথায় আছেন তা নিয়ে মন্তব্য করেননি তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
একই কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কূটনীতিক। তবে আবু ধাবিতে তিনি আছেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।
তবে বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট। স্বাধীন সংস্থা ফ্লাইটরাডার ২৪ বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখে এবং তাদের ওয়েবসাইটে লাইভ মানচিত্র আকারে সে তথ্য প্রদান করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ফ্লাইটরাডার ২৪–এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে ছাড়া ইলিউশিন৭৫ উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। কিন্তু সেখান থেকে পরে ইউ-টার্ন নিয়ে উড়ে যেতে শুরু করে এবং কয়েক মিনিট পর সেটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের ওপর ছিল বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।