১০ বাংলাদেশিকে আটক করল ভারত
অনু্প্রবেশের দায় ১০ বাংলাদেশিকে আটক করেছে ভারত। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পুলিশ তাদের আটক করে। তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আটককৃতরা দাবি করেছেন যে নিজেদের গ্রামে উত্তেজনা ও অস্থিরতা থেকে বাঁচতে তারা ভারতে পালিয়ে যান। পুলিশ জানায় আটককৃতদের মধ্যে দুজন নারী, তিনজন কিশোর ও একজন বয়স্ক আছেন। তাদেরকে ত্রিপুরার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। ওই স্টেশনে তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে উঠার চেষ্টা করছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আটককৃতদের একজনের নাম শংকর চন্দ্র সরকার। তিনি দাবি করেছেন, ক্রমাগত হুমকি ও ভয়ভীতির সম্মুখীন হওয়ার পর তারা কিশোরগঞ্জ জেলার ধনপুর গ্রাম থেকে পালিয়ে যান।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এক কর্মকর্তা জানান, ‘আমরা আইন অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস