৩০০ ফিটে দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট সড়কে মুরগি বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে মো. সাকিবুল হাসান সাকিব (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ ররিবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ৭টায় সাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত সাকিব নরসিংদীর রায়পুরা উপজেলার হাসেমপুর গ্রামের মো. শরিফ হোসেনের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের নাখালপাড়ায় তার পরিবার থাকতো।সে নরসিংদীর শিবপুর আশরাফিয়া মাদ্রাসার (হাফেজী) শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আহতরা হচ্ছেন- নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা হযরত আলীর ছেলে রিয়াজ (৩০), লিটনের ছেলে দিপু (২৩) ও গাড়িটির চালক আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন বাবু (২৪)।
নিহতের বাবা তেজগাঁওয়ের নাখালপাড়ার মুরগি ব্যবসায়ী মো. শরিফ হোসেন বলেন, ‘রবিবার ভোরে ঢাকার তেজগাঁও থেকে নরসিংদীর রায়পুরাগামী মুরগির খালি গাড়িতে ছেলে সাকিবকে তুলে দেই। সকাল ৭টার মধ্যে তার মাদ্রাসায় পৌঁছানোর কথা ছিল।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার ছেলে আমার ঢাকার বাসায় বেড়াতে এসেছিল। আজ যাচ্ছিল।’
মো. শরিফ হোসেন আরও বলেন, ‘রুপগঞ্জ থানাধীন ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের নিচে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা সবাই আহত হয়। পরে হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। তিন ভাইয়ের মধ্যে সাকিব ছিল বড়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত সাকিবের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।