ঢাকার আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩
শেয়ার :
ঢাকার আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ রবিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন-

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় পিলখানায় বিজিবি সদরদপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় পিলখানায় বিজিবি সদরদপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান-২০২৪ ফটো গ্যালারি উদ্বোধন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির কর্মসূচি

সকাল ১০টায় বরিশাল ও রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি ঘোষিত ৩১-দফা নিয়ে বরিশাল ও রংপুর বিভাগের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা পলাশ উপজেলা অডিটোরিয়ামে নরসিংদী পলাশ সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান।

এ ছাড়া বেলা ১১টায় এলিফ্যান্ট রোডের বাটা মোড়ে কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ডিএমপির কর্মসূচি

বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে রাজধানীর পোস্তা এলাকায় চাঞ্চল্যকর প্লাস্টিক ব্যবসায়ী হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে ব্রিফ করবেন ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময়

সকাল সাড়ে ১০টায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সংসদ সচিবালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময়।