সাহস নিয়ে শুরু করলে সফলতা আসবেই
জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। গত কয়েক বছরে প্রকাশিত তার বেশ কয়েকটি গান ছাড়িয়েছে কোটি ভিউ। নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান ব্যস্ততা নিয়ে কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ
আপনার বেশ কিছু গান শ্রোতার মুখে মুখে। ডিজিটাল সময়ে এসে কোন গানটির প্রথম কোটি ভিউ হয়?
‘বন্ধুরে তোর বুকের ভেতর’ গানটি প্রথম ইউটিউবে কোটি ভিউ হয়েছে। এটি এফ এ সুমনের সঙ্গে দ্বৈত গান ছিল। এ গানের বর্তমান ভিউ ৬ কোটি ছাড়িয়ে। আমার আর রাকিব মুসাব্বিরের ‘মন পিঞ্জিরা’ গানের বর্তমান ভিউ ইউটিউবে ১০ কোটি ছাড়িয়ে। আমার একক গান ‘রাগ কইরো না মনের মানুষ’ ৯ কোটি ছাড়িয়ে। এ গানটি প্রকাশ করেছি আমার নিজের ইউটিউব চ্যানেল ‘শিল্পী বিশ্বাস মিউজিক’ থেকে।
নিয়মিত গান প্রকাশ করছেন আপনার ইউটিউব চ্যানেল থেকে। এখন পর্যন্ত নিজ উদ্যোগে কয়টি গান প্রকাশ হয়েছে?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রায় ৪০টি গান প্রকাশ করেছি। আমি আমার চ্যানেল থেকে ধারাবাহিকভাবে গান প্রকাশ করছি।
নিজের চ্যানেল নিয়ে কাজ করার ইচ্ছা হলো কবে, কেন হলো?
করোনার সময় আমার কাছে যখন টাকা নেই, স্টেজ বন্ধ। কোনো কাজ নেই, তখন উপলব্ধি হলো নিজের চ্যানেল খোলার। আমার মেয়ে এঞ্জেল ঘোষ ইউটিউব চ্যানেল খুলে দেয়। সে-ই আপলোড করে দিত। আমার হাজব্যান্ড রতন ঘোষ তবলা বাজাতেন, আমি গাইতাম। এভাবেই চ্যানেলের যাত্রা শুরু। ইউটিউবে প্রথম গান প্রকাশ করি দেশের গান। ড. তপন বাগচীর কথায়, সুজিত মোস্তাফার সুরে গানটি ছিল ‘সোনার বাংলাদেশ’।
যে কোনো শিল্পী ইউটিউবে ধারাবাহিকভাবে গান যদি প্রকাশ করেন, তাহলে কি তার টিকে থাকা সম্ভব?
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
অবশ্যই টিকে থাকা সম্ভব। শুরুটা করতে হবে। কেউ যদি সাহস নিয়ে শুরু করে তাহলে সফলতা আসবেই। আমার এখন যে অর্থ আসে তা দিয়ে সুন্দরভাবেই জীবন যাপন করা যায়। যত কনটেন্ট বাড়বে তত আয় বাড়বে। আমি আমার সীমাবন্ধতার মাঝেই কাজ করে যাচ্ছি।
বর্তমান ব্যস্ততার কথা জানতে চাই। নতুন কোন গান প্রকাশ করলেন?
এখন অডিও গান নিয়েই ব্যস্ততা বেশি। স্টেজ শো তো শুরুই হচ্ছে না সেভাবে। স্টেজে আমার ব্যস্ততা ক্যারিয়ারের শুরু থেকেই। এর মধ্যে প্রকাশ হয়েছে ‘কোমরের বিছা করমু’ শিরোনামের নতুন গান। এ গানটিরও বেশ ভালো সাড়া পাচ্ছি। দুই সপ্তাহ না হতেই এ গানের ভিউ ৩০ লাখ। আমার আরেকটি গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়েছে। মামুন আফনান রুমির কথা ও সুরে ‘আমারও তো মন খারাপ হয়’। এ ছাড়া বেশ কয়েকটি গানের কাজ চলছে। এগুলো নিয়মিত প্রকাশ হবে।
সিনেমার গানে আপনাকে পাওয়া যায় না। এর কারণ ক?
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
সিনেমার গানে যদি একবার সুযোগ পেতাম! সবারই স্বপ্ন থাকে সিনেমায় গাওয়ার। আমিও সেই সুযোগের অপেক্ষায় আছি।