আরশ-তিশার ‘পড়তে আমার ভাল্লাগে না’
নাটকের জনপ্রিয় মুখ আরশ খান ও তাসনুভা তিশা। টেলিভিশন এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখা যায় এই জুটিকে। সম্প্রতি প্রিন্স রোমান পিকিউ এর রচনা ও পরিচালনায় মুক্তি পেয়েছে আরশ-তিশার নতুন নাটক ‘পড়তে আমার ভাল্লাগে না’।
‘পড়তে আমার ভাল্লাগে না’ নাটকটি দেখা যাচ্ছে ‘নাটক বাড়ি’র ইউটিউব চ্যানেলে। নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে। এরইমধ্যে মাত্র দুইদিনে ১ মিলিয়ন বার দেখা হয়েছে নাটকটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকের বিষয়ে নির্মাতা প্রিন্স রোমান পিকিউ জানান, ‘নাটকটির নাম শুনে মনে হতে পারে হয়ত একটি মিষ্টি প্রেমের গল্প। কিন্তু না, আদতে এটি একটি বোধের গল্প। আমাদের সমাজ ব্যবস্থায় শোষণ এবং নিপিড়নের যেই চর্চাগুলো এখনো বিদ্যমান, সেরকম একটা দিকের ইঙ্গিত করা হয়েছে। চালচুলোহীন শূন্য পকেটের জীবন কতটা দুর্বিষহ, কিংবা একজন মানুষের নিয়ন্ত্রণহীন রাগ-ক্ষোভ-জেদ অন্যের ওপর কতটা ক্ষতির কারণ হতে পারে, সেই বিষয়গুলোও ফুটে তোলা উঠেছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
মাত্র দুইদিনে ১ মিলিয়ন ভিউয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। আসলে গল্পটি জীবন ঘনিষ্ঠ হওয়ায় বেশিরভাগ মানুষই তা রিলেট করতে পারছেন এবং মাত্র দুইদিনে ১ মিলিয়ন ভিউ হয়ে গেছে। আশা করি আরও বহু মানুষ নাটকটি উপভোগ করবে।’
আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও এই গল্পে অভিনয় করেছেন শিবা শানু, সাবিহা জামান, হিন্দোল রয়, পারভেজ সুমনসহ আরও অনেকেই।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’