সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে দুই কারারক্ষী আটক
সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত দুই কারারক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক করারক্ষীরা হলেন, ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মামুন চৌধুরী (২৮) এবং একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডাবলু বিশ্বাসের ছেলে মো. রাজন বিশ্বাস (২৯)।
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা আজ সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রাতে ডিবি পরিচয়ে সদর থানার রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের উপর এক মাদক কারবারিকে আটক করেন দুই কারারক্ষী। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে অবৈধ অর্থ লাভের উদ্দেশে সেখানে অবস্থান করেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেয়।
এ খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ১ জোড়া হ্যান্ডকাফ ও ব্যবহৃত উপরোক্ত মোটরসাইকেলটি জব্দ করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি কার্যালয়ে) নিয়ে আসে।