বছর শেষে সুখবর দিলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:১৪
শেয়ার :
বছর শেষে সুখবর দিলেন পরীমণি

ডিসেম্বর মাস চলছে, ২০২৪’র ইতি ঘটতে যাচ্ছে আর কিছুদিন পরই। আর চলতি মাসেই পরীমণি দিলেন সুখবর। জানালেন, আগামী বছর মানে ২০২৫ সালের প্রথম মাসেই কলকাতার সিনেমার আত্মপ্রকাশ ঘটছে এই নায়িকার। ‘ফেলুবক্সী’র মধ্যদিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি।

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমার শুটিং হয়েছে গেল বছরের এপ্রিলে। ‘ফেলুবক্সী’তে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারসহ অনেকে।

থ্রিলার ঘরানার এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।

সিনেমায় ‘দেবযানী’র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি। আর পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’ যা রহস্যময় এক চরিত্র।