ফারুকীর ‘৪২০’র ডাবল আপ-এ যারা থাকছেন

বিনোদন প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩১
শেয়ার :
ফারুকীর ‘৪২০’র ডাবল আপ-এ যারা থাকছেন

লুৎফর রহমান জর্জ ও মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’। ২০০৭-৮ সালে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ধারাবাহিকটি নির্মাণ করে চারদিকে হৈচৈ ফেলে দিয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ১৬ বছর পর একই রেশ ধরে নির্মাণ করলেন ‘৪২০’র ডাবল আপ ‘৮৪০’। যার পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

গতকাল শুক্রবার রাত ৮টায় প্রকাশ পেয়েছে এর ৩ মিনিট ৬ সেকেন্ডের একটি ট্রেলার। এর বেশ কিছু দৃশ্যে দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, নাজিম জয়সহ বিভিন্ন পরিচিত মুখের। অনুমান করা যাচ্ছে- জর্জ ও মোশাররফ করিমের বদলে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন নাসির উদ্দিন খান ও মারজুক রাসেল। আর এর মধ্যদিয়ে লম্বা বিরতির পর ফের এক হলেন ফারুকী ও মারজুক রাসেল।

এদিকে ট্রেলারের গল্প ঘিরে দর্শকমহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এবারের গল্পটা আসলে কী নিয়ে? আর কে কে অভিনয় করছেন? কোথায় ও কবে রিলিজ পাবে ‘৮৪০’? এমন প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।

এক ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘গত শীতে আমরা যখন এটা শুটিং করছিলাম তখনো জানিনা, আদৌ এটা দেখানো যাবে কিনা। আর আজকে ‘৮৪০’র ট্রেলার আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইমোশনে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না।’

জানা গেছে, শিগগিরই মুক্তি পাচ্ছে ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। তবে কবে, কখন, কোথায় তা রিলিজ হবে সেটি দ্রুতই জানানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।