প্রেসিডেন্টের পদত্যাগ চায় ক্ষমতাসীন দল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
প্রেসিডেন্টের পদত্যাগ চায় ক্ষমতাসীন দল

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি সমর্থন করেছেন। সম্প্রতি প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন চালুর চেষ্টা করলে দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল নিজের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা হান ডং-হুনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। গত মঙ্গলবার রাতে সামরিক আইন জারির পর নিজ দলের নেতাসহ বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন ইওল।

ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টির প্রধান হ্যানডং-হুন জানিয়েছেন, প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা সংস্থাকে ভিন্নমতাবলম্বীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন বলে তিনি শুনেছেন।

শাসক দলের প্রধানের বক্তব্য থেকে পরিষ্কার, প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষেই অধিকাংশ পার্লামেন্ট সদস্য ভোট দেবেন। দুই-তৃতীয়াংশ ভোট পেলে প্রেসিডেন্ট অভিশংসনের মুখোমুখি হবেন। ৩০০ জনের পার্লামেন্টে ২০০টি ভোট প্রেসিডেন্টের বিরুদ্ধে যেতে হবে। এর মধ্যে বিরোধী জোটের ১৯২ জন আইনপ্রণেতা সম্মিলিতভাবে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছেন। ফলে তাদের ভোট এমনিতেই প্রেসিডেন্টের বিরুদ্ধে যাবে।

প্রেসিডেন্টের বিরুদ্ধে শাসক দলের প্রধানের এই অবস্থানে দলের একটি বড় অংশ দলীয় প্রধানকে সমর্থন করছেন। ফলে তারাও প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দেবেন। বস্তুত শাসক দলের ১৮ জন পার্লামেন্ট সদস্য ইতোমধ্যে বিরোধীদের প্রস্তাবকে সমর্থন করেছেন। ফলে কোনোভাবেই প্রেসিডেন্ট পদ টিকিয়ে রাখতে পারবেন না ইওল।

বৃহস্পতিবারও এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল না। কারণ তখনও হ্যান তার অবস্থান স্পষ্ট করেননি। বস্তুত তখন তিনি প্রেসিডেন্টের সমর্থনেই কথা বলেছিলেন। দলের সমস্ত পার্লামেন্ট সদস্যকে প্রেসিডেন্টের পক্ষে দাঁড়ানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু গতকাল শুক্রবার আকস্মিকভাবেই নিজের মতামত সম্পূর্ণ বদলে ফেলেন তিনি।