আবার বিয়ে করলেন তানজিকা আমিন

বিনোদন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫
শেয়ার :
আবার বিয়ে করলেন তানজিকা আমিন

আবার বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন।  আজ শুক্রবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সংবাদমাধ্যমকে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।

তানজিকা আমিন যোগাযোমাধ্যমে বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে বিয়ের সাজে।

তিনি বলেন, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। হুট করে বিয়ের কাজ সেরে ফেলেছেন তবে এ মাসের মধ্যেই বিবাহ পরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে তানজিকার।

তানজিকা বলেন, ‘আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে একেবারে পারিবারিকভাবে আমাদের শুধু আকদ হয়েছে, আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

উল্লেখ্য, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। বর সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়া প্রবাসী, ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন। এ অভিনেত্রী এক যুগ আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকে ছিল।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন তানজিকা। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করেছেন তিনি।  সম্প্রতি ‘মহানগর টু’ ওয়েব সিরিজে ‘মিতু’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তানজিকা।