‘ফাঁকা গুলি ছুঁড়ে’ পালিয়ে গেল আসামি

রাজবাড়ী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩২
শেয়ার :
‘ফাঁকা গুলি ছুঁড়ে’ পালিয়ে গেল আসামি

পাংশা মডেল থানা। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযান টের পেয়ে ফাঁকা গুলি করে সজিব নামের এক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে পুলিশ বলছে, শব্দ শুনতে পেলেও সেটা গুলির শব্দ কি না তা নিশ্চিত না।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে মামলার আসামি সজিবকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যান সজিব। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, থানায় একটি মামলার আসামি সজীবের অবস্থান শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ারসহ ৩ পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। এ সময় একটি দোকানের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব ফাঁকা গুলি বা পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এলাকার লোকজন কেউ বলছে গুলি, আবার কেউ বলছে পটকা। কোনো গুলির খোসা বা আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘অস্ত্র উদ্ধারে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। আসামি ধরতে গিয়ে গোলাগুলির কোনো প্রমাণ্য তথ্য আমার কাছে নেই।’