অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার
এক অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে মালায়লাম ছবির অভিনেতা সিদ্দিকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের খবরে বলা হয়, সিদ্দিকিকে শিগগিরই আদালতে তোলা হবে। তিনি শিগগিরই মুক্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ এ মামলায় সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন তিনি।
এর আগে গত আগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে মামলা করেন এক অভিনেত্রী। বাদীর দাবি, ২০১৬ সালে তাকে হেনস্থা করেছিলেন সিদ্দিকি। আগস্টে মামলা হওয়ার পরে ‘অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্টস’-এর সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন সিদ্দিকি।
কয়েক মাস আগে যৌন হেনস্থার ঘটনা নিয়ে অনেকেই মুখ খুলেছিলেন। সে সময় সিদ্দিকির নামেও অভিযোগ দায়ের করা হয়। তবে কেরালা পুলিশের কাছে চিঠি লিখে এই অভিযোগ অস্বীকার করেছিলেন সিদ্দিকি। ওই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘ওই অভিনেত্রীকে ‘‘সুখমৈরিকাট্টে’’ ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় একদিনই দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। নিজের বাবা-মায়ের সামনেই সে দিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। প্রথমত, সেদিন কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। সাড়ে আট বছর পরে তিনি এই অভিযোগ এনেছেন। শারীরিক যৌন হেনস্থা বা মৌখিকভাবে যৌন হেনস্থার কোনো ঘটনাই ঘটেনি।’
উল্লেখ্য, কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা বন্ধ করতে দক্ষিণী চলচ্চিত্র জগতে গঠন করা হয় হেমা কমিশন। সেই কমিশনের প্রতিবেদনে পেশ করা হয় একাধিক হেনস্থাকারীর নাম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অন্যদিকে, গত আগস্টে মালায়লাম ছবির পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।