আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪
শেয়ার :
আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে

চট্টগ্রাম আদালত এলাকায় সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  একই মামলার অপর আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে গত বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গতকাল বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম কোতোয়ালি থানায় আনা হয়। একই মামলার আরেক আসামি রিপন দাসকে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৯ নভেম্বর আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দীন। এখন পর্যন্ত এ মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে আলিফকে হত্যা করা হয়।