গুলির খোসায় লেখা শব্দ, ক্লু ধরে চলছে তদন্ত
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার। এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনের হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে পাওয়া তিনটি গুলির খোসায় লেখা শব্দ ধরে এগোচ্ছে পুলিশ। ওই শব্দগুলোর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউ ইয়র্কের সংবাদ সংস্থা এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গুলির খোসাগুলোর ওপর লেখা শব্দ তিনটি হলো‘ডিনাই’, ‘ডিফেন্ড’ ও ‘ডিপোস’। এর বাংলা অর্থ করলে দাঁড়ায় যথাক্রমে ‘অস্বীকার করা’, ‘প্রতিরোধ করা’ ও ‘পদচ্যুত করা’।
এই শব্দগুলোর কথা প্রথমে সামনে আনে সংবাদমাধ্যম এবিসি নিউজ। পরে সংবাদমাধ্যম সিবিসিও তা নিশ্চিত করে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে রয়টার্সের খবরে বলা হয়, গুলির খোসার ওপর লেখা শব্দগুলোর সঙ্গে ২০১০ সালে প্রকাশিত একটি বইয়ের শিরোনামের মিল পাওয়া যায়। ওই বইটির নাম ছিল ‘ডিলে ডিনাই ডিফেন্ড: হোয়াই ইনস্যুরেন্স কোম্পানিস ডোন্ড পে ক্লেইমস অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যাবাউট ইট।’
উল্লেখ্য, বইটির লেখক জে ফেইনম্যান। তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের রাটগার্স ইউনিভার্সিটি ল স্কুলের ইমেরিটাস অধ্যাপক। গুলির খোসার ওপর লেখা শব্দের বিষয়ে জানতে তার কাছে ই–মেইল পাঠিয়েছিল রয়টার্স। জবাবে তিনি এটুকুই বলেন, ‘দুঃখিত, কোনো মন্তব্য নয়।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
প্রসঙ্গত, স্থানীয় সময় গতকাল বুধবার সকালে মিডটাউন ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয় ৫০ বছর বয়সী থম্পসনকে। থম্পসনের হত্যাকারী ব্যক্তিকে শনাক্তে ‘ফেসিয়াল রিকগনিশন’ (চেহারা শনাক্তকরণ) প্রযুক্তি ব্যবহার করছে নিউইয়র্ক সিটি পুলিশ। এছাড়াও তারা পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।