বাগাতিপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চিনিকলের ২০ একর জমি দখলের অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
শেয়ার :
বাগাতিপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চিনিকলের ২০ একর জমি দখলের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনের বিরুদ্ধে নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ২০ একর জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি মিলের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মিল কর্তৃপক্ষের অভিযোগ, গত ১ ডিসেম্বর সকালে চিথলিয়া গ্রামের এরশাদ আলীর ছেলে নেকবর হোসেন মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ২ নম্বর ব্লকের ২০ একর জমি অবৈধভাবে দখল করে ট্রাক্টর দিয়ে চাষ করেন। এ সময় খামারের পাহারাদার বাধা দিলে সাময়িকভাবে সেখান থেকে চলে যান। পরের দিন প্রায় ৩০-৪০ জন হাঁসুয়াধারী লোকজন নিয়ে আবারো ওই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করেন। আবারো পাহারাদাররা বাধা দিলে তাদেরকে খুনা-খুনি হবে মর্মে হুমকি প্রদান করেন। এতে ইনচার্জসহ খামারের অন্যান্য কর্মরতরা নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবি করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এ বিষয়ে গত ২ ডিসেম্বর বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগটি করা হয়।

এদিকে এ ঘটনার পর আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লোকমানপুর বাজারে বিএনপির একাংশ নর্থবেঙ্গল সুগার মিলের এমডি খবির উদ্দিন মোল্লাকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা করেন। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, পাঁকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক বিপ্লব, বিএনপি নেতা সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারের জমি এবছর নিয়ম বহির্ভুতভাবে ইনচার্জ শাহিন আলমের যোগসাজশে লিজ প্রদানের চেষ্টা হয়। এতে এলাকার সাধারণ কৃষকরা ক্ষুব্ধ হয়ে এমডিকে অভিযোগ জানালে এমডি খবির উদ্দিন তাৎক্ষণিক তদন্ত পূর্বক ওই ইনচার্জকে অন্যত্র বদলি করেন এবং পরবর্তীতে নিয়ম মেনে জমি লিজ প্রদান করার আশ্বাস দেন। এতে সাধাারন কৃষকরা আস্থা ফিরে পাওয়ায় এমডিকে অভিনন্দন জানিয়ে সভার আয়োজন করেন।

অপর দিকে বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নেকবর হোসেনের নেতৃত্বে বিএনপির অপর একটি পক্ষ গত বুধবার একই বাজারে প্রতিবাদ সভা করেন। সেখানে সুগার মিলের এমডি খবির উদ্দিন মোাল্লা ও বর্তমান খামার ইনচার্জ খায়রুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারনে তিন দিনের আলটিমেটাম দেন। ওই সভায় ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নেকবর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান, রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।

এ বিষয়ে নেকবর হোসেন জানান, ওই জমি লিজের জন্য গত ৩০ নভেম্বর টেন্ডারে তার তিন জন আত্মীয় দরপত্র দাখিল করেছিলেন। অন্য কেউ আর কোন দরপত্র দাখিল না করায় সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা ৩০ একর জমি লিজ পান। ওই দিন সেই জমির ২০ একর জমি চাষ দেন। পরবর্তীতে তিনি জেনেছেন তার বিরুদ্ধে এমন অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি খবির উদ্দিন মোল্লা জানান, নেকবার হোসেন ভূমি দস্যু, তিনি বিএনপি'র প্রভাব খাটিয়ে মিলের জমি দখল করেছেন। তিনি জমি লিজের জন্য সবে মাত্র আবেদন করেছেন, আবেদন করলেই তো আর সে জমি পেয়ে যাবেন না। যিনি লিজ পান তাকে কার্যাদেশ প্রদান করা হয়। কার্যাদেশ পাওয়ার আগে জমিতে গেলে তা সম্পূর্ণ অবৈধ বিবেচিত হয়।