৪ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠাল আসাম

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ২১:১৯
শেয়ার :
৪ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠাল আসাম

ভারতের আসাম প্রদেশে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। এরপর তাদের বাংলাদেশেও ফেরত পাঠানো হয়েছে। প্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান।  

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হিমন্ত শর্মা বলেন, ‘ইন্দো-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।অনুপ্রবেশকালে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ফেরত পাঠানো হয়েছে। ’

সেই চারজনের নামও প্রকাশ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তারা হলেন, রুমানা শেখ, বাদশা শেখ, রোকসানা খাতুন ও আয়শা খাতুন। তবে এলাকায় তাদের প্রতিহত করা হয়েছে সে কথা জানানো হয়নি।

নিউ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলেল পর থেকে এখন পর্যন্ত ১৬১ জন বাংলাদেশিকে অনুপ্রবেশের সময় আটক করে ফেরত পাঠানো হয়েছে।