বাংলাদেশিদের নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ত্রিপুরার হোটেল মালিকরা
বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত শিথিল করেছে ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মালিকদের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (অথোরা) জানিয়েছে, যারা মেডিকেল ভিসায় ভারতে চিকিৎসা নিতে যাবেন তাদের সেবা দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে ২ ডিসেম্বর অথোরা সিদ্ধান্ত নিয়েছিল, যেকোনো বাংলাদেশি পর্যটককে তারা সেবা দেবে না। বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিবাদে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে কেন সিদ্ধান্ত পাল্টানো হলো সে বিষয়ে তারা কিছু জানায়নি। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘মেডিকেল ভিসা নিয়ে যারা আসবেন তাদের আতিথিয়েতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তারা যেন আবাসন ও সুষ্ঠু যত্ন পান সেটা খেয়াল রাখবো আমরা।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গত সোমবার বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারসহ ভারতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে ত্রিপুরায় বিক্ষোভ করেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরা। প্রদেশের রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। সেদিনই বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার কোনো হোটেল ও রেস্তোরাঁয় জায়গা দেওয়া হবে না বলে ঘোষণা দেয় অথোরা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস