মালয়েশিয়ার ১৮ প্রেক্ষাগৃহে ‘দরদ’
৭ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ১৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’। এর আগে শাকিবের পর পর দুটি ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়ায় মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, সেই সাফল্যের রেশ থাকবে ‘দরদ’র বেলাতেও। সম্প্রতি দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এমনটাই জানান পরিবেশক প্রতিষ্ঠান জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল।