‘বডি শেমিং’-এর শিকার হয়েছিলেন কেট উইন্সলেট!

হলিউড

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
‘বডি শেমিং’-এর শিকার হয়েছিলেন কেট উইন্সলেট!

হলিউডের জনপ্রিয় তারকা কেট উইন্সলেট টাইটানিকের ‘রোজ’খ্যাত এই অভিনেত্রীর ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট সিনেমা। নব্বইয়ের দশকে সিনেমায় অভিষেকের পর সাফল্য পেয়েছেন দ্রুতই। ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন কেট। টাইটানিকের পর নানা পুরস্কার পাচ্ছিলেন কেট।

সে সময় তার ওজন ও পোশাক নিয়ে গণমাধ্যম থেকে কিছু বিরূপ মন্তব্য আসে। সময়টা স্মরণ করে তিনি বলেন, ‘পুরো বিষয়টা ভয়ংকর ছিল আমার জন্য। আমি তখন তরুণ। ইন্ডাস্ট্রিতেও নতুন। এমন একজনের সঙ্গে তারা এ আচরণ কীভাবে করতে পারে? বিষয়টা আমি এখনও বুঝতে পারি না।’

একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সাতবার মনোনীত হয়ে তিনি ২০০৮ সালে ‘দ্য রিডার’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পান। কিন্তু চলার পথটা মোটেও সহজ ছিল না অভিনেত্রীর। একটা সময় ইন্ডাস্ট্রি থেকে নানা রকম বিদ্রুপেরও শিকার হয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অতীতের সেই সব মুহূর্ত স্মরণ করলেন কেট।