রাজবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যাকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাকে আদালতে পাঠায় পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুরে হান্নান মোল্যার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় করা একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে রাজবাড়ী জেলা আদালতে পাঠানো হয়েছে।