আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় এনডিএমের নিন্দা
ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু উগ্রবাদীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে কূটনৈতিক রীতি-নীতির প্রতি আঘাত এবং ভারতীয় কিছু গণমাধ্যমের অব্যাহত অপপ্রচারের ফল বলে অভিহিত করেন, যা উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও উসকে দিচ্ছে।
ববি হাজ্জাজ একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পাঠানোর প্রস্তাবকে কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতির মাটি শক্ত। বাংলাদেশে ধর্মের কারণে কেউ নির্যাতিত হয় না, হিন্দু-মুসলিমসহ সকল ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদকে রুখে দিতে বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের তাঁবেদার রাজ্যে পরিণত করার মিশনে আমাদের জনগণের ওপর নির্মম গণহত্যা চালিয়েছিল। অথচ বিজেপি সরকার সে ব্যাপারে কোনো অবস্থান না নিয়ে বরং হাসিনাকে নতুন বউয়ের মর্যাদায় দিল্লিতে আশ্রয় দিয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি ভারতীয় বিবেকবান নাগরিক, সুশীল সমাজ এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আলেমদের প্রতি আহ্বান জানান, যেন তারা ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হন এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করেন।