যুবদল নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন তার নানিও
বগুড়ার ধুনটে যুবদল নেতা এসএম আব্দুল হালিমের (৪২) মৃত্যুর সংবাদ শুনে তার নানি আয়েশা বেওয়া (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার মাটিকোঁড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আয়েশা বেওয়া ওই গ্রামের বাসিন্দা। যুবদল নেতা আব্দুল হালিম শহরাবাড়ি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে ধুনট পৌর শহরে বসবাস করেছিলেন। তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকায় দলীয় একটি উঠান বৈঠকে বক্তব্য দেন আব্দুল হালিম। এ সময় অতীতে বিরোধীদলে থাকা অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নাতির এমন মর্মান্তিক মৃত্যুর খবর সইতে না পেরে রাত ১০টার দিকে তার বৃদ্ধা নানিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আজ মঙ্গলবার বাদ যোহর মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে একই কবরস্থানে নানি ও নাতিকে দাফন করা হবে।