সেন্টমার্টিনে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ
সেন্টমার্টিনের সমুদ্র উপকূলে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। ভেসে আসা ওই যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়া । তবে তার কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে সেন্টমার্টিন দ্বীপের সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
সেন্ট মার্টিন ইউপি সদস্য খোরশেদ আলম বলেন,গতকাল সন্ধ্যার দিকে দ্বীপের সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে । তবে অজ্ঞাত মরদেহের শরীরে একটি কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট পড়ানো আছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জোয়ারের পানিতে দ্বীপের পশ্চিম সৈকত দিয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি। মরদেহটি উদ্ধার করার জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে।
টেকনো মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সেন্টমার্টিন সৈকত থেকে অজ্ঞাত একটি ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে। পুলিশের আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।