আবারও স্বামীর গানে চিত্রনায়িকা আঁচল
সিনেমায় এখন নিয়মিত নন চিত্রনায়িকা আঁচল আঁখি। তবে বিভিন্ন বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওতে প্রায়ই দেখা যায় তাকে। আর নায়িকার স্বামী সংগীতশিল্পী সৈয়দ অমির বেশ কিছু গানে ইতিমধ্যেই মডেল হয়েছেন আঁচল।
তারই ধারাবাহিকতায় আবারও স্বামীর গানের ভিডিওতে হাজির হলেন এই চিত্রনায়িকা। দু’জন মিলে অংশ নিলেন ‘দুই চাক্কার সাইকেল’ গানের ভিডিওতে। সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে অমির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। এ এন ফরহাদের সুরে এর সংগীত করেছেন সৈয়দ অমি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল। গেল শনিবার গানটি প্রকাশ হয়েছে অমির ইউটিউব ও ফেসবুকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গায়কের কথায়, ‘অনেক প্রত্যাশা নিয়ে গানটি তৈরি করেছি। সঙ্গে ভালো একটি ভিডিও নির্মাণেও মনোযোগী ছিলাম। লোকেশনের বৈচিত্র্য রাখতে সিলেটের পাশাপাশি মালয়েশিয়ায় শুটিং করেছি। আমার বিশ্বাস, গানটি শুনে ও দেখে বিনোদিত হবেন দর্শক-শ্রোতারা।’
আঁচল বলেন, ‘বছরের শুরুতে আমাদের “মাতাল” গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। এবার বছর শেষে আরও একটি গান নিয়ে হাজির হয়েছি। বলা যেতে পারে এটি ভিন্ন একটি কাজ। গানটি প্রকাশ্যে আসার পর থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট