‘জননীর’ আমলনামা তুলে ধরলেন সারজিস
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের প্রশংসা যারা এখনো করেন, তাদের জন্য ওই সরকারে দুর্নীতির কিছু চিত্র তুলে ধরলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ চিত্র তুলে ধরেন।
‘যেসব চাটার দল এখনো তাদের জননীর তেলবাজি করে তাদের জন্য তাদের জননীর আমলের কিছু লুটপাটের আমলনামা’ শিরোনামে দেওয়া পোস্টে সারজিস শুরুতে অর্থপাচারের চিত্র তুলে ধরেন। তিনি লেখেন, বছরে পাচার হতো ১৬ বিলিয়ন ডলার! যা বিদেশি বিনিয়োগের দ্বিগুণ। অথচ আইএমএফ থেকে ৪ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার জন্য দেশটার কত স্বার্থ জলাঞ্জলি দিলো!
ব্যাংকখাতের দুর্নীতির বিষয়ে সারজিস লেখেন, ১০ ব্যাংক প্রযুক্তিগতভাবে দেউলিয়া। সালমান এফ রহমান, এস আলমের মতো লোকদের নিয়ে ব্যাংক থেকে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা। মোট মন্দ ঋণ পৌনে ৭ লাখ কোটি টাকা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিদ্যুৎখাতের দুর্নীতি তুলে ধরে তিনি লেখেন, এলএনজিতে বছরে ক্ষতি ৩ হাজার কোটি টাকা! বিদ্যুৎকেন্দ্র হতো রাজনৈতিক বিবেচনায়।
‘বড় প্রকল্পে বড় লুট’ শিরোনামে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লেখেন, দুর্নীতির কারণে বাড়তি ব্যয় ৭০% ! ১৪-২৪ বিলিয়ন ডলার অপচয়। ৪০% অর্থ লুটপাতে আমলারা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ৭৩% স্বচ্ছল।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সবশেষে সারজিস প্রশ্ন তোলেন, ‘তো জননীর এতিম সন্তানরা কত করে ভাগে পেয়েছেন?’