পাবেন মাতৃত্বকালীন ছুটি

বেলজিয়ামে যৌনকর্মীদের জন্য নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
পাবেন মাতৃত্বকালীন ছুটি

বেলজিয়ামের যৌনকর্মী সোফিয়ার পাঁচ সন্তান। তিনি যখন ৯ মাসের অন্তঃসত্ত্বা, সেই সময়ও তাকে কাজ করতে হয়েছে। নিজের তিক্ত সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি বলেন, সত্য খুবই কঠিন। তার কথায়, আমার অর্থের প্রয়োজন, তাই কাজ বন্ধ রাখা আমার পক্ষে সম্ভব নয়। সোফিয়ার মতো বিশে^র অনেক যৌনকর্মীর এমন দুর্দশা। কিন্তু সম্প্রতি বেলজিয়াম সরকার নতুন আইন পাস করেছে। ওই আইনে যৌনকর্মীরা মাতৃত্বকালীন ছুটির দাবি করতে পারবেন। বিশ্বে এই প্রথম এই ধরনের কোনো আইন চালু হয়েছে। নতুন আইনে, যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্যবিমা, অবসরভাতা, মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করার যোগ্য হবেন।