গৃহস্থালি ঘোষণা দিয়ে অবৈধ বিদেশি সিগারেট আমদানি

সংবাদ বিজ্ঞপ্তি
০১ ডিসেম্বর ২০২৪, ২২:০০
শেয়ার :
গৃহস্থালি ঘোষণা দিয়ে অবৈধ বিদেশি সিগারেট আমদানি

গৃহস্থালী পণ্যের ঘোষণা দিয়ে বিদেশি ব্র্যান্ডের সিগারেট আমদানি করা হয়েছে। এতে কাস্টমসের রাজস্ব ফাঁকি হয়েছে প্রায় ৯ কোটি টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে দুবাইয়ের তৈরি এলএএমইআর ব্র্যান্ডের ৭৪০ কার্টুনে ৭৪ লাখ সিগারেট আনা হয়ে। থাইল্যান্ড থেকে কনটেইনারে এসব সিগারেট চট্টগ্রাম বন্দরে আসে। গতকাল কাস্টমসের গোয়েন্দা টিমের বিশেষ অভিযানে চট্টগ্রাম বন্দরে এসব সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব সিগারেট জব্দ করা হয়েছে। এসব পণ্যের আমদানিকারক ছিল পাকশী ইপিজেডের খায়ের লেদার ইনোভেশন লিমিটেড। 

গতকাল সিগারেট আটকের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট এসোসিয়েশন, বন্দর নিরাপত্তা বিভাগসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ২০ ফুটের কনটেইনারটিদে থাকা সব সিগারেট গণনা করা হয়। এতে এলএএমইআর ব্র্যান্ডের ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়।

এসব পণ্য মাত্র দেড় কোটি টাকা রাজস্ব পরিশোধ করে খালাস করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সঠিকভাবে শুল্ক পরিশোধ করলে এসব সিগারেট থেকে সরকার ৯ কোটি টাকা রাজস্ব পেতো। এর আগেও ফেব্রিক ঘোষণায় মদ আমদানি করায় আটক করেছিল কাস্টমস। 

উল্লেখ্য, প্রায়ই বিভিন্ন আমদানিকারক মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করে। এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়।