চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৪
শেয়ার :
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের ক্যারিয়ারেও এসেছে বড় বাঁক। বিদেশের মাটিতে খেলতে পারলেও ইচ্ছানুযায়ী দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারেননি। টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও টেস্ট থেকে এখনো আনুষ্ঠানিক বিদায় নেওয়া হয়নি সাকিবের। একমাত্র সংস্করণ হিসেবে সাকিবের জন্য আছে কেবল ওয়ানডে। তবে দেশের বাইরে হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজে সাকিব থাকছেন কি না সেটা নিয়ে আছে অনেক কৌতুহল। তবে এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলছে বাংলাদেশ এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজের স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি। আজ রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজন ও বিসিবির সহযোগিতায় 'তারুণ্যের উৎসব'-এ ফারুক আহমেদ যোগ দিলে গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান সাকিবের খেলার ব্যাপারে। 

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের ব্যাপারে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার জিজ্ঞেস করা হয়। এতে আমি ঠিক বিব্রত না, আমি চাই সাকিব খেলুক। ওর আসতে না পারার ব্যাপারটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। তাই আমার জন্য এটার উত্তর করা খুব কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছে তাদের ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের আয়োজনে ‘হাইব্রিড মডেলে হতে যাচ্ছে’ চ্যাম্পিয়নস ট্রফি। সাকিব যদি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলেন তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও পড়বে অনিশ্চয়তায়। সেই টুর্নামেন্টে সাকিবের খেলা নিয়েও আশার কোনো বাণী শোনালেন না বিসিবি সভাপতি। 

ফারুক আহমেদ বলেন, ‘(চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য) সাকিব তো এখনও আমাদের তালিকায় আছে। আমরা তো আশা করি, সে যেভাবে চাচ্ছে বা এটা যদি একটা সমাধান হয়, আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখতে জাতীয় দলের খেলার।’